১৯২০ সালের মহকুমা রামগড় শহরে ঐতিহাসিক(মহকুমা প্রশাসক)এসডিও বাংলোটি প্রায় ১০২ বছর পর সংস্কারের উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রামগড় উপজেলা প্রশাসন।
সোমবার( ৪ মার্চ )সকাল ১১টার সময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ঐতিহাসিক ১৯২০ সালে নির্মিত এসডিও বাংলোর সংস্কারকাজের উদ্ভোধন করেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম,কামাল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন,উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপির চেয়ারম্যান কাজী নুরুল আলম (আলমগীর), মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার প্রমুখ।
এছাড়াও সংস্কারকাজ উদ্ভোধন অনুষ্ঠানে রামগড় উপজেলা র বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ রামগড় উপজেলা পরিষদের নিজেস্ব মালিকানাধীন জায়গায় অবস্থিত ১৯২০ সালে প্রতিষ্ঠিত রামগড় মহকুমা প্রশাসকের এই বাংলোটি,বর্তমানে উপজেলা পরিষদের মাধ্যমিক শিক্ষা অফিস,যুব উন্নয়ন অফিস,ও পল্লী সঞ্চয় ব্যাংক এর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে।