খাগড়াছড়ির রামগড়ে ধর্ষণের অভিযোগে প্রেমিক নাইম মজুমদার (২৪)এর বিরুদ্ধে রামগড় থানায় মামলা করেছে প্রেমিকা কিশোরী(১৫)।
অভিযুক্ত নাইম মজুমদার পৌরসভার বলিটিলা এলাকার নুরুল আমীন মজুমদারের পুত্র এবং সোনাইপুল বাজারের একটি কাপড় দোকানে চাকুরী করতো, ভুক্তভোগী ঐ কিশোরী বাড়ি পার্শ্ববর্তী ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের বড়বিল গ্রামে ।পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, ৬ মাস পূর্বে অভিযুক্তের সাথে মোবাইলে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ভুক্তভোগী কিশোরীর। গত ১০ জানুয়ারী ভুক্তভোগী বাগানবাজার তার চাচার বাসায় বেড়াতে আসে, পূর্ব পরিচয় সূত্রে অভিযুক্ত নাইমের সাথে রামগড়ের বিভিন্ন স্থান ঘুরতে আসে। সন্ধ্যা নেমে আসলে নাইম ঐ কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করে,ধর্ষন শেষে কিশোরীকে রাতে অটোরিকশা করে তার এক বান্ধবীর বাড়িতে পৌঁছে দেয়। তাৎক্ষনিক সে তার পরিবারকে জানালে তারা অভিযুক্ত ধর্ষককে বিয়ের জন্য বললে সে বিয়ে করতে অনীহা প্রকাশ করে। পরে ঐ কিশোরী নিজেই বাদী হয়ে রামগড় থানায় মামলা দায়ের করে, মামলা নং ২ তাং ১৩/১/২২ ইং।
ভুক্তভোগীর ভাই এয়াকুব হোসেন শামীম জানান, নাঈম তার বোনকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ধর্ষণ করেছে। তার পরিবারকে জানালে তারা বিষয়টি টাকা দিয়ে মীমাংসা করতে চায়। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র কর জাননা, ধর্ষণের অভিযোগ এনে এক কিশোরী থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।