খাগড়াছড়ির রামগড় পৌরসভার আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।
২৬শে জুন রবিবার বিকালে রামগড় পৌরসভার আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বালিকা দল রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ও বালক দলে নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনাল খেলায়।
রামগড় পৌরসভার টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আহ্বায়ক প্যানেল মেয়র ২ কাজী বশর ও পৌরমেয়র মোঃরফিকুল আলম কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃইখতিয়ার উদ্দিন আরাফাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেসেরর টিএসও মোঃমোজাম্মেল হোসেন,উপজেলা পিআইও কর্মকর্তা মোঃনজরুল ইসলাম,সহঃশিক্ষা অফিসার আবু ইউছুপ,সহ পৌরসভার সকল কমিশনার ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ,উপস্থিত ছিলো।
টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড, সর্বোচ্চ গোলদাতা এবং ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত করে পুরষ্কার প্রদান করা হয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন প্রান্ত দেব এবং সহকারী রেফারি ছিলেন, দীপ দে ও দীপ্ত ত্রিপুরা, ধারাভাষ্যকার ছিলেন মো. হানিফ মিয়া,সার্বিক সহযোগীতায় পলাশ দেবনাথ।
টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী বশর জানান, উক্ত টূর্ণামেন্টে অংশগ্রহনকারী চ্যাম্পিয়ন বিদ্যালয়টি রামগড় উপজেলা পর্যায়ে এবং পরবর্তীতে চ্যাম্পিয়ন বিদ্যালয়টি জেলা পর্যায়ের খেলায় অংশ নেবে।