আজ রামগড় উপজেলার সোনাইপুল এলাকায় মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা ও লাইসেন্স গ্রহণ ব্যতিত কৃষি পণ্য বিপনন করার অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় দুইটি প্রতিষ্টানকে ৩,০০০/- টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া হেলমেটবিহীন মোটর সাইকেল চালনা ও লাইসেন্স ছাড়া গাড়ি চালনার জন্য দুই জনকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা মোতাবেক ২,০০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার, রামগড় ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত মোবাইল কোর্ট পরিচালনা করেন।