খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪৩ বিজিবির উদ্যোগে জোন এলাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার ২৯ জুন সকাল ১২.০০ ঘটিকার সময় রামগড় বিওপিতে ৪৩বিজিবির জোন কমান্ডার লে.কর্ণেল হাফিজুর রহমান উপস্থিত থেকে বিনামুল্যে চিকিৎসা সেবার কার্যকক্রম উদ্বোধন করেন। চিকিৎসা সেবা প্রদান করেন ক্যাপ্টেন ডাঃ জাদিদ আহমেদ, মেডিকেল সহকারী শাকিল আহমেদ,মিড ওয়াইফ মিসেস নার্গিস আক্তার প্রমুখ।
বিনামুল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন শেষে জোন কমান্ডার লেঃ কর্ণেল হাফিজুর রহমান সাংবাদিকদের জানায়, দুর্গম এলাকায় অনেকেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে,অনেকেই অভাবের কারণে চিকিৎসা নিতে পারছে না, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষকে চিহ্নিত করে চিকিৎসা সেবা দেওয়াই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ,তিনি আরো বলেন শান্তি সম্প্রতি ও সীমান্ত রক্ষার পাশাপাশি এ সকল মানবিক কার্যক্রম অতিতের ন্যায় চলমান থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল ইসলাম সহ বিজিবির পদস্থ কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।