বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ (২য় পর্যায় ) প্রকল্পের আওতায় রামগড় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত,প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স এর চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা-এমপি। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি নির্মাণকাজ পরিদর্শন করেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ২১ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১টার সময় রামগড় পুরাতন উপজেলা টাউন হল প্রাঙ্গণের সামনে এই ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন রামগড় কোর্ট মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেন জিহাদি।
এসময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন,সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম (আলমগীর ) রামগড় থানার (ওসি) মোঃ মিজানুর রহমান সহ রামগড় উপজেলার সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।