খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা পরিষদের চেয়াম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী কে রামগড় পাহাড়িয়া সোসাইটির শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
আজ (৮ ই ফেব্রুয়ারী)মঙ্গলবার দুপুর ১২.৪৫ টায় উপজেলা পরিষদ এর চেয়াম্যানের কক্ষে পাহাড়িয়া সোসাইটির জনকল্যাণের ১৫ বছর পূর্তি ও ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা স্মারক উপজেলা চেয়ারম্যান কে প্রদান করে সংস্থাটির চেয়ারম্যান মোশারফ হোসেন,এসময় আরও উপস্থিত ছিলো সংস্থার নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন, পরিচালক প্রশিক্ষণ ও কর্মসংস্থান হ্যাপী রানী ত্রিপুরা, রামগড় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সা, সম্পাদক কাওছার হাবিব শোভন, সাংবাদিক সাইফুল ইসলাম ও সাংবাদিক মাসুদ রানা প্রমূখ। এসময় সংস্থার চেয়ারম্যান মোশারফ হোসেন সংস্থার অতীত,বর্তমান কার্যক্রমের বর্ণনা তুলেধরে ভবিষ্যতে কার্যক্রম বাস্তবায়ন করতে উপজেলা চেয়ারম্যানের সহযোগিতা কামনা করে। উপজেলা চেয়ারম্যান সংস্থা কার্যক্রমের সন্তোষ প্রকাশ করে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করে।
You should take part in a contest for one of the greatest blogs on the web. I most certainly will recommend this web site!} {visit the following internet page|visit our website|Visit Homepage|visit my homepage|Visit Homepage|visit site|Visit %domain_as_name%|visit my homepage|visit my homepage|visit my homepage