খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ১নং ইউপি অধিনস্থ দূর্গম পাহাড়ি এলাকার কাশি-বাড়ী এলাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অসহায়, হতদরিদ্র প্রায় ২০০জন মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন রামগড় ৪৩ বিজিবি।
৪৩বিজিবির উদ্যোগে ৩০ জুলাই (শনিবার )সকাল ১১টার সময় লাচারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামুল্যে চিকিৎসা সেবার ক্যাম্পিং কার্যক্রম উদ্বোধন করেন ৪৩বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল হাফিজুর রহমান ও উপ অধিনায়ক সৈয়দ মেজর মনিরুল ইসলাম।
বিনামুল্যে চিকিৎসা সেবা ক্যাম্পিং অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন মেজর ডাঃ সরকার রুশদী আজিজ,মেজর ডাঃউম্মে হাবীব ও মেডিকেল সহকারী হাবিলদার মোঃ সাইফুল ইসলাম।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. হাফিজুর রহমান বলেন সীমান্ত এলাকায় অবৈধ মাদক চোরাচালান প্রতিরোধ অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করা সহ সীমান্ত সুরক্ষার পাশাপাপাশি মানবিক কাজেও অতিতের ন্যায় বিজিবি হতদরিদ্র মানুষের পাশে থাকবে।বিনামুল্যে চিকিৎসা সেবা ক্যাম্পিং উদ্বোধন শেষে তিনি লাচারি পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তা,স্কুল প্রধান শিক্ষক অরবিন্দ নাথ, স্থানীয় মেম্বার চুথোয়াই মগ সহ সাংবাদিক বৃন্দ।