০৮ অক্টোবর ২০২২ শনিবার ০৩.০০ ঘটিকায় গুইমারা সেক্টরের অধীনস্থ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)এর দায়িত্বাধীন মহামুনি বিওপির সীমান্ত পিলার ২২১৬/৫-আরআই এর সন্নিকটে প্রতিপক্ষ ভারতের অভ্যন্তরে ৯৬ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ সাবরুম ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় পূর্ব কাঠালছড়ি সিনিয়র বেসিক স্কুল মাঠে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রীতি ভলিবল খেলায় বিজিবি ২-০ সেটের ব্যবধানে প্রতিপক্ষ বিএসএফ‘কে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। ভলিবল খেলায় প্রতিপক্ষ ৯৬ ও ১০৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এবং ৪০ ও ৪৩ বিজিবির অধিনায়কগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উভয় দেশের স্টাফ অফিসার এবং কোম্পানী কমান্ডারসহ বিভিন্ন পদবীর সদস্যগণ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। পরবর্তীতে উভয় দেশের অতিথিদের উপস্থিতিতে বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ শেষে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে খেলাটি সমাপ্ত হয়।