খুলনা মহানগরীর নতুন বাজার এলাকায় রূপসা নদী থেকে ২০৮ বস্তা গম ডাকাতির ঘটনায় সম্পৃক্ত পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-৬।
এঘটনায় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) খুলনা সদর থানায় মামলা হয়েছে। পরে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গত ১০ ফেব্রুয়ারির ঘটনায় মামলাটি দায়ের করেন গমের মালিক দাকোপের চালনা বাজার মাধ্যপাড়ার পরিমল সাহার পুত্র চন্দন সাহা।
গ্রেফতারকৃতরা হল- দিঘলিয়ার চন্দনীমহল স্টার জুটমিল ২নং গেট এলাকার মৃত গাজী রেজাউল হকের ছেলে গাজী সালাউদ্দিন সুমন (৩৯), নগরীর খালিশপুর হার্ডবোর্ড গেট দারোয়ান কোয়ার্টারের মফিজ হাওলাদারের ছেলে মোঃ রবিউল ইসলাম (২১), খালিশপুর নিউমার্কেট রোডের ৬১ ইষ্ট ব্লকের মোঃ শফিজুর রহমান ভূইঁয়ার ছেলে মোঃ হারুন অর রশিদ (৩৭), বরিশালের বাকেরগঞ্জের ঢাপরকাঠি গ্রামের মৃত আবু তাহের খানের ছেলে মোঃ খায়রুজ্জামান খান তুহিন (৪০) এবং খালিশপুর হাউজিং বাজারের মৃত রুস্তম শেখের মোঃ মুরাদ শেখ (৪০)।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, দাকোপের চন্দন সাহা ভাড়াকৃত ট্রলার যোগে তার মাঝি মধুসাহা চালনা বাজার ট্রলারঘাট থেকে কাবিখার বৈধভাবে ক্রয়কৃত ২০৮ বস্তা লাল গম নিয়ে ট্রলারটি খুলনার নতুন বাজার লঞ্চঘাট বরফকল এলাকায় গত ১০ ফেব্র“য়ারি বিকেলে ৫টার দিকে পৌঁছায়। পৌঁছানোর কিছুক্ষণ পর সেখানে অজ্ঞাতনামা ১৫/১৬ জন ব্যক্তি র্যাব পরিচয় দিয়ে তার ভাড়াকৃত ট্রলারের মাঝি মধু সাহাকে ভয়ভীতি দেখিয়ে এবং মারধর করে ট্রলারের কেবিনে বসিয়ে রাখে। এরপর ওই আসামীরা লেবার দিয়ে তার ট্রলার থেকে ২০৮ বস্তা লাল গম একটি বড় ট্রাকে উঠিয়ে নিয়ে যায়। একই সাথে ট্রলারের মাঝিকে কেবিন থেকে বের করে রাস্তার উপরে নিয়ে এসে একটি কালো রংয়ের জীপ গাড়িতে উঠিয়ে মাঝির চোখ বেঁধে অন্যত্র নিয়ে যায়। পরবর্তীতে তার ট্রলারের মাঝিকে খুলনা শহরের বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ২ ঘন্টা পর রয়েল মোড়ে এসে মাঝিকে চোখ বাঁধা অবস্থায় রাস্তার উপর ফেলে দিয়ে চলে যায়। এসময় তার নিকট থাকা একটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার টাকা আসামীরা নিয়ে যায়। এ দুর্ধর্ষ ডাকাতির পর থেকে ডাকাত চক্রকে গ্রেফতার এবং ডাকাতির মালামাল উদ্ধারে ছায়া তদন্ত শুরু করে র্যাব-৬। গত ১৬ ফেব্র“য়ারি রাত সাড়ে ১০টার দিকে ডাকাত চক্রের মূল হোতা গাজী সালাউদ্দিন সুমন নতুন বাজার লঞ্চঘাট বরফকল এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতির কথা স্বীকার করে এবং আরো জানায় যে, তার সহযোগী আসামীরা খুলনার খালিশপুর এলাকায় এবং ঢাকার রমনা এলাকায় অবস্থান করছে।
পরবর্তীতে তার দেয়া তথ্যমতে, নগরীর খালিশপুর উজ্জল ফুডস ইন্ডাষ্ট্রিজের মধ্যে থেকে মোঃ রবিউল ইসলাম ও হারুন অর রশিদকে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতার করা হয়। তাদের নিজ হেফাজত থেকে ডাকাতির ২০৮ বস্তা লাল গম উদ্ধারপূর্বক জব্দ করে র্যাব-৬। তাদের স্বীকারোক্তি মোতাবেক বৃহস্পতিবার ভোরে ঢাকার রমনা এলাকা থেকে মোঃ খায়রুজ্জামান খান তুহিন ও মোঃ মুরাদ শেখকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধূসর রংয়ের জীপগাড়ী উদ্ধারপূর্বক জব্দ করে র্যাব।