হবিগঞ্জের লাখাইয়ে ৩২কেজি গাঁজাসহ ৪ জন মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ মার্চ) সকালে ১ নং লাখাই ইউনিয়নের খেয়াঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের একদল পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার ওয়ালিউল্লাহ(২৩) ও তানভির(২৪) এবং সুনামগঞ্জ জেলার মহরম আলী(৩৫) ও ওমর আলী(১৯)।
স্বজনগ্রাম তদন্তকেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল জানান, আটককৃতরা নৌযোগে গাঁজার চালান পাচারকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ৩২কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।