নাটোরের লালপুরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৪নং আড়বাব ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক ও পুরাতন চেয়ারম্যান ও সদস্যদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ রবিবার (৯ জানুয়ারি ) দুপুরে উপজেলার ৪নং আড়বাব ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীর আয়োজনে আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি আফজালুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামীম সুলতান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান সোনা মাষ্টার, ৪ নং আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা,সাবেক ইউপি সদস্য কামরে আলম সরকারসহ আড়বাব ইউনিয়নের সকল কর্মকর্তা- কর্মচারী ও নব নির্বাচিত ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ফিতা কেটে অফিস কক্ষে প্রবেশ করেন নবনির্বাচিত চেয়ারম্যান মোখলেছুর রহমান।