চট্টগ্রামের লোহাগাড়ায় আসামীর দায়ের কোপে হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে এক পুলিশ সদস্যের। রবিবার (১৫ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লালাখিল এলাকায় আসামী ধরতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে।
কব্জি বিচ্ছিন্ন হয়ে যাওয়া পুলিশ সদস্যের নাম মোঃ জনি খান।
সন্ত্রাসী হামলায় দু’জন পুলিশ সদস্যসহ ৩জন গুরুতর আহত হয়। তন্মধ্যে দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর মৃত আলী হোসেনের ছেলে কবির আহমদ নামের এক আসামী পালিয়ে যায় বলে এক বেতার বার্তায় বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া থানার ওসি।