শিশুরা তারা পরিবেশ-পরিস্থিতির শিকার মাত্র। শিশুদের সুরক্ষায় সরকার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে উপজেলা প্রবেশন অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছে৷ প্রতিটি উপজেলায় সমাজসেবা অফিসার এ কাজটি নিষ্ঠার সাথে করে থাকেন। অদ্য, বাহুবলে তিনজন শিশুকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রবেশন অফিসার কাউছার মাহমুদের উপস্থিতিতে তার অভিভাবকের কাছে (জিম্মায়) বুঝিয়ে দেয়া হয়। পরবর্তীতে তারা এরূপ কোন ধরনের কার্যে সংশ্লিষ্ট হবেনা এবং তার সার্বিক বিষয়ে উপজেলা প্রবেশন অফিসারকে অবহিত করবে – এই মর্মে অঙ্গীকারবদ্ধ হয়। মূলত এই তিনজন শিশু তাদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান ( অধ্যয়নরত মাদ্রাসা) থেকে ১০ দিন আগে নাই হয়। এই মর্মে তাদের অভিভাবকেরা থানায় জিডি করলে সেই প্রেক্ষিতে বাহুবল থানার দক্ষ ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তারা উদ্ধারে তৎপর হয়। উনাদের এহেন কষ্টসাধ্য পরিশ্রমের ফলশ্রুতিতেই মূলত এই শিশুদের চট্টগ্রাম থেকে উদ্ধার করে তাদের পিতামাতার কাছে পৌছে দেয়া সম্ভব হয়।