শুভ জন্মদিন-আরিয়ান
আরিয়ান সরদার ১৩ই(ফেব্রুয়ারী)২০২১ সালে রোজ শনিবার সাতক্ষীরা জেলার তালায় জন্মগ্রহন করেন।আজ তার দুই বছর বয়স পূর্ন হলো সে সেনপুর গ্রামের পুলিশ সদস্য সরদার মামুনের একমাএ ছেলে। দৈনিক মানবাধিকার সংবাদের প্রকাশক/সম্পাদক শামিম খানের একমাএ ছোট বোনের ছেলে আরিয়ান।
শামিম খান বলেন- ”এই দিনটা আসে যেন
বছর বছর ফিরে।
যেনঃ অনেক স্বপ্ন দেখতে
পারি তোমায় আমি ঘিরে ”
**শুভ জন্মদিন *আরিয়ান**