স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, যুবঋণের চেক বিতরণ ও চারাগাছ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম। এসময়ে অধ্যক্ষ মিহিরবরণ মন্ডল, কাউন্সিলর মাহবুবর রহমান রঞ্জু, প্রাণীসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সহকারী শিক্ষা অফিসার ঝংকর ঢালী, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সহকারী শিক্ষক মোঃ আব্দুল ওহাব, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রতন হালদার ও জিএম বাবলুর রহমান, প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋণের চেক ও গাছের চারা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।