‘‘রোজাদার এর জন্য ইফতার’’ স্লোগান নিয়ে রমজান মাসজুড়ে খুলনা নগরীতে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেলের ইফতার বিতরণ করার কর্মসুচী চলমান রয়েছে। আজ বুধবার (০৬ এপ্রিল) নগরীর নিউ মার্কেট মোড়ে বায়তুল নুর জামে মসজিদ প্রাঙ্গনে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক মোঃ সফিকুর রহমান পলাশ, যুগ্ম-আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাষ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, আনিসুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান রাসেল, এমএম আজিজুর রহমান রাসেল, এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, অভিজিৎ পাল, ইলিয়াস হোসেন লাবু, ইব্রাহিম হোসেন তপু, শেখ সাকিব, মোঃ মাহমুদুল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেস, জনি বসু, রুম্মান আহম্মেদ, নিশাত ফেরদাউস হোসেন অনি, জিহাদুর রহমান জিহাদ, সাগর মজুমদার ও একরামুল হক প্রমুখ।
ইফতার বিতরণ এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া করেন বায়তুন আমান জামে মসজিদের ইমাম। এসময় পাঁচ শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।