শেরপুরের নকলায় দুঃস্থ, অসহায় ও মানবতার সেবায় আমরা শ্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো মানবতার পাশে দাঁড়াই’এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ২৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে সংগঠনটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বারমাইশা উচ্চ বিদ্যালয়ে ‘এসো মানবতার পাশে দাঁড়াই’ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বারমাইসা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আকরাম হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেধাসিঁড়ি পাবলিক স্কুল এন্ড কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম,
ঢাকা উইমেন কলেজের প্রভাষক বাবুল হাসান,
কৃষি ব্যাংক শেরপুর শাখার কর্মকর্তা মর্তুজ আলী প্রমুখ ।
এসময় সংগঠনটির উপদেষ্টা মাওলানা শামছুল হুদা,
সহ সভাপতি মোঃ আজিজুল হক, কোষাধ্যক্ষ রেজাউল করিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক ও শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে দরিদ্র অসহায় শীতার্তদের বস্ত্র, কম্বল ও খাবার বিতরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করা হয়েছে। তাছাড়া আল্লাহর সন্তুষ্টির জন্য গত বছর মাহে রমজানে রোজাদারদের মাঝে উন্নত মানের ইফতার বিতরণ সহ ঈদের পূর্বে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে উক্ত সংগঠন সর্ব মহলে প্রসংশিত হয়েছে।