বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ চলাকালিন সময়ে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন অফিসার মো: ইউনুচ আলী ও জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ। বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো: রবিউল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাত উপজেলার নির্বাচন অফিসারবৃন্দ।
প্রশিক্ষণে ১৭৩ জন তথ্য সংগ্রহকারী ও ৩৮ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন। জানা যায়, শ্যামনগরে আগামী ৫ জুলাই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে এবং ৫ জুলাই থেকে তিন সপ্তাহের মধ্যে বাড়ী বাড়ি যেয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সমাপ্ত হবে। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে শিক্ষকবৃন্দ দায়িত্ব পালন করবেন।