সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা কর্তৃক ৪২টি মোবাইল, ৪০ হাজার টাকা উদ্ধার ও হস্তান্তর।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি চৌকস টিম ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হইতে ডিসেম্বর /২০২১ মাসে বিভিন্ন ব্র্যান্ডের ৪২ টি মোবাইল ফোন ও বিকাশের ৪০ হাজার টাকা উদ্ধার করেন।
উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহ ও বিকাশের ৪০ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলা ও সমকাল পত্রিকার প্রতিনিধি এম কামরুজ্জামান মহোদয়সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মোবাইল ও বিকাশের টাকা উদ্ধারকারী টিমকে নগদ ১০,০০০/- টাকা অর্থ পুরস্কার প্রদান করা হয়।।