
সাতক্ষীরার মাদরা সীমান্তে বিজিবির অভিযানে ৪ বোতল এলএসডি ও এক কেজি হেরোইনসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ হাসানুজ্জামান (৪০)। সে সাতক্ষীরার কলারোয়া থানার চান্দা গ্রামের মোঃ কিসমত আলীর ছেলে এবং সোনাবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারি এর নেতৃত্বে আজ ভোররাতে চান্দা সীমান্তে অভিযান চালানো হয়। এসময় এলএসডি হেরোইনসহ উক্ত আসামীকে আটক করা হয়। তাকে কলারোয়া থানায় সোপাদ্দ করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা হয়েছে।