বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ,বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন ” স্লোগান কে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে এপ্রিল শুক্রবার সকাল ৯ টায় জেলা কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য
রাখেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এম জি আযম, বিঙ্ চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চুপদ পাল,
অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, ইউ এইচ এফ পি অফিসার মোঃ ফরহাদ জামিল।
এসময় উপস্থিত ছিলেন পি পি এ্যাড. আব্দুল লতিফ, জি পি এ্যাড. শম্ভু নাথ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, প্যানেল আইনজীবী এ্যাড. হাসনা হেনা খান,এনজিও প্রতিনিধি এ্যাড. মুনীর উদ্দিন, মোঃ মনিরুজ্জামান মনি, জাতীয় মহিলা সংস্থার জেলা
সভানেত্রী জোৎসা আরা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী জজ জেবুন্নেছা ও প্রদীপ কুমার দাশ।