সাতক্ষীরায় দু’দিনব্যাপী তথ্য অধিকার আইনের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কৃষি খামারবাড়ি মিলনায়তনে পদ্ম লোককেন্দ্রের আয়োজনে ও আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় দু’দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্টিকেল নাইনটিন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মরিয়ম শেলী, স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎন্সা দত্ত, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, উন্নয়ন কর্মী ও সাবেক মহিলা কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
প্রশিক্ষণ পরিচালনা করেন আর্টিকেল নাইনটিন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মরিয়ম শেলী।
এতে সাংবাদিক, উন্নয়ন কর্মী, আদিবাসী, দলিত জনগোষ্ঠীসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ২০জনকে দুই দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
২০০৯ প্রণীত তথ্য অধিকার আইন ব্যবহার করে জনগণের ক্ষমতায়ন ও অধিকার সুনিশ্চিত করবে। তথ্য জানার ও পাওয়ার বিষয়ে সংশ্লীষ্ট কর্তৃপক্ষের নিকট নির্দিষ্ট আবেদন ফরম ‘ক’ অনুযায়ী কিভাবে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য কমিশন, প্রবিধান ধারা, কর্তৃপক্ষ কর্তৃক তথ্য প্রকাশ, প্রচারের অনুসরনীয় নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রদান করবেন। ২০ কার্য দিবসের মধ্যে তথ্য দিতে হবে। তথ্য সরবরাহে অপারগ হলে ১০ কার্য দিবসের মধ্য ফরম খ অনুযায়ী আবেদনকারীকে জানাতে হবে। ফরম গ অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তি উর্ধতন কর্তৃপক্ষের নিকট আপীল আবেদন করতে পারবেন সে সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় আরও জানানো হয়, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্বশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। দেশের উন্নয়নের গতিধারাকে বেগবান করার জন্য, টেকসই গণতন্ত্র ও সুশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তথ্য অধিকার আইনের ব্যবহার ও চর্চা বাড়াতে হবে।