সাতক্ষীরার তালায় বিরোধ পূর্ণ জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে ঘটনায় ৪জন আহত হয়েছে।
ঘটনাটি শুক্রবার(২২ এপ্রিল) সকালে উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নে মঙ্গলানন্দকাটি বিল এলাকায় ঘটেছে।
আহতরা হলেন, সিরাজুল দফাদার(৫৪),ও তার স্ত্রী রেহেনা বেগম(৪৫), ছেলে হাসানুর দফাদার(২৪) ও কালাম দফাদার(৪২) ।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ তিন জনকে আটক করেছে ।আটককৃতরা হলেন,মিজানুর সরদার(৫০), সাজ্জাত দফাদার(৫৫) ও বারিক দফাদারকে(৪২)।
স্থানীয়রা জানায়, উপজেলার খলিষখালী ইউনিয়নের খলিষখালী মৌজার মঙ্গলানন্দকাটি বিলে ৩ একর জমি নিয়ে গোবিন্দ লাল ঘোষ এর সাথে মঙ্গলানন্দকাটি গ্রামের কালাম দফাদার, বারিক দফাদার ও কাদের দফাদার গংদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।এর আগেও ঐ জমি এনিয়ে বহুবার সংঘর্ষের ঘটনাসহ মামলা-হামলার ঘটনাও ঘটেছে।
ঘটনার দিন সকালে গোবিন্দ ঘোষের বর্গাচাষী আক্তার শেখ, মিজানুর সরদার, সিরাজুল দফাদার, আবু সাইদ ও হাসানুর দফাদার বিরোধপূর্ণ জমিতে চাষকৃত ধান কাটতে যান।
এসময় কালাম দফাদার, বারিক দফাদার ও কাদের দফাদার গংরা তাদের উপর হামলা করে।হামলায় উভায় পক্ষের ৪জন আহত হয়।স্থানীয়রা আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠিয়েছন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে পৌছিয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জন আটক করে থানা নিয়ে আসে।
পাটকেলঘাটা থানা অফিসা ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে হামলাকারী সন্দহে প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য ৩জনকে আটক করা হয়েছে।তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত আভিযোগ করেনি বলেও জানান তিনি।