সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের বারুইহাটী গ্রামের আব্দুল কাদের মালীর ছেলে আরিফুল ইসলাম বাবলুর বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেছে জুডিঃ ম্যাজিঃ কোর্ট।
বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ হাসনাত মনির জানান এজাহারকারী বাদী শফিউদ্দিনের কাছ থেকে আরিফুল বাবলু সরল বিশ্বাস সৃষ্টি করে প্রতরনা করে ১১ লক্ষ টাকা নেয়,আর ভুয়া জাল ভিসা দেয় । বাদী বুঝতে পারে সে একজন প্রতারক তাই বাদী শফিউদ্দিন তালা থানায় প্রতারক আরিফুলের নামে একটা এজাহার করে।তালা থানার পুলিশ ঘটনা সত্যতা নিশ্চিত পাওয়াই আরিফুল প্রতারক কে তালা থানা পুলিশ আটক করে – ২৮/০৪/২২ তারিখ মামলা নংঃ২১/৬৫ ধারা ৪০৬/৪২০/৪৭১/৫০৬ চালান করে আসামি শুক্রবার বিশেষ আদালতে জামিন নেয়।২২/০৫/২২ তারিখে কোর্টে হাজির হবার কথা থাকলেও হাজির না হয়ে, আসামির আইনজীবী আদালতের কাছে একটা মেডিকেল সার্টিফিকেট দেয় মেডিকেল রিপোর্ট ঠিক মনে না হওয়ায় বিচারক জুডিঃ ম্যাজিঃমহিদুল ইসলাম গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করে।
আদম ব্যাবসায়ী প্রতারক ও ভিসা জাল কারী গ্যাং মাষ্টার আরিফুল ইসলাম বাবলুকে তালায় তার বাড়ির আশেপাশে ঘুরাঘুরি করতে দেখা যায়।
এ ব্যাপারে তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদের সাথে কথা বললে জানান গ্রেফতারী ওয়ারেন্টের কাগজ আমার এখনো পাইনি, ওয়ারেন্ট কাগজটি পাইলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিবো।