সাতক্ষীরা তালায় ভিসা জাল ও প্রতারণা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।আরিফুল ইসলাম বাবলু (৩০)তালা সদর উপজেলা বারুইহাটি গ্রামের আব্দুল কাদের মালীর ছেলে।
আদম ব্যাবসায়ী প্রতারক ও ভিসা জাল কারী বাবলুর বিরুদ্ধে ২২/০৫/২২ গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেছিলো ম্যাজিঃমহিদুল ইসলাম জুডিঃম্যাজি কোর্ট সাতক্ষীরা। কিন্তু আসামী আরিফুল ইসলাম (বাবলু)আদালতকে অবমাননা করে পলাতক থেকে দেখা যায় টিকটকে ভিডিওর উপর ভুল লোকেশন দিয়ে কখনো ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, যশোর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতো রিলাক্স জীবন যাপনের চিএ। এলাকার একজন নাম না বলা সত্বে বলে আসামী গভীর রাতে থাকতো নিজের বাড়ি অথবা শশুর বাড়ি ।
বুধবার (২২জুন) আনুমানিক রাত ৯ টা সময় গোপন সংবাদের ভিত্তিতে সুজনশাহ আমলকী তলা আসামীর শশুরবাড়ী থেকে অভিযান পরিচালনা করে আরিফুল ইসলাম বাবলুকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ।
এ বিষয়ে তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান আরিফুল ইসলাম বাবলু ভিসা জাল ও প্রতারণা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী।আমরা সুজনশাহ আসামীর শশুর বাড়ি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।