সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের বারুইহাটী গ্রামের আব্দুল কাদের মালীর ছেলে- আদম ব্যাবসায়ী প্রতারক ও ভিসা জাল কারী আরিফুল ইসলাম বাবলুর বিরুদ্ধে ২২/০৫/২২ গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেছে জুডিঃ ম্যাজিঃ কোর্ট।আরিফুল ইসলাম বাবলুর বিরুদ্ধে গত দুই সপ্তাহ আগে গ্রেফতারী ওয়ারেন্ট জারি হওয়া সত্ত্বেও আসামি প্রকাশ্যে ঘুরাঘুরি আর ধরা ছোঁয়ার বাইরে।
বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ হাসনাত মনির জানান এজাহারকারী বাদী শফিউদ্দিনের কাছ থেকে আরিফুল বাবলু সরল বিশ্বাস সৃষ্টি করে প্রতরনা করে ১১ লক্ষ টাকা নেয়,আর ভুয়া জাল ভিসা দেয় । বাদী বুঝতে পারে সে একজন প্রতারক তাই বাদী শফিউদ্দিন তালা থানায় প্রতারক আরিফুলের নামে একটা এজাহার করে।তালা থানার পুলিশ ঘটনা সত্যতা নিশ্চিত পাওয়াই আরিফুল প্রতারক কে তালা থানা পুলিশ আটক করে – ২৮/০৪/২২ তারিখ মামলা নং ৬৫/২২ ধারা ৪০৬/৪২০/৪৭১/৫০৬ চালান করে আসামি শুক্রবার বিশেষ আদালতে জামিন নেয়।২২/০৫/২২ তারিখে কোর্টে হাজির হবার কথা থাকলেও হাজির না হয়ে, আসামির আইনজীবী আদালতের কাছে একটা মেডিকেল সার্টিফিকেট দেয় মেডিকেল রিপোর্ট ঠিক মনে না হওয়ায় বিচারক জুডিঃ ম্যাজিঃমহিদুল ইসলাম গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করে।
এ যেনো সিনেমার গল্পকে হার মানায় গ্রেফতারী ওয়ারেন্ট জারি হওয়া সত্ত্বেও আদম ব্যাবসায়ী প্রতারক ও ভিসা জাল কারী গ্যাং মাষ্টার আরিফুল ইসলাম বাবলুকে তালায় তার বাড়িতে থাকে ও বাড়ির আশেপাশে ঘুরাঘুরি করতে দেখা যায় ।
এবিষয় আরিফুলের বাড়ির পাশের কিছু লোক দৈনিক মানবাধিকার সংবাদকে বলে বাড়িতে রাতে পাহারা দেবার জন্য ১৫-১৬ বছরের অল্প বয়সী ছেলেদের উচ্চ মানের বেতনে পাহারাদার রাখা হয়। কারণ একাধিক লোকজনের কাছ থেকে বিদেশে উচ্চ মানের বেতনের চাকরির সুযোগের লোভ দেখিয়ে বিদেশে নিয়ে যাবার নামে ভিসা জাল ও প্রতারণা করে টাকা নেই এজন্য ভয়ে থাকে,তাই বাড়িতে পাওনাদার ও প্রশাসনের লোক আসার আগে খবর দিলে বাড়ির পিছন দিয়ে পালায়।
তাই আদম ব্যাবসায়ী আরিফুল ইসলাম বাবলুর বাড়ির পাহারাদার আরিফ মোল্লা পিতাঃ মমিন মোল্লা বাবুলুর বাড়ি থাকার কথা জিজ্ঞেস করলে- বিষয়টি নিশ্চিত করে বলে আমার বাবু আংকেলের কেসের ঝামেলাটা মিটমাট হয়ে গেছে তাই বাড়িতে থাকে ও মাঝে মধ্যে শশুর বাড়িতে থাকে।
গ্রেফতারী ওয়ারেন্ট জারি আরিফুল (বাবলু) ব্যাপারে তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ০৫/০৬/২২ মুঠোফোনে কথা বললে জানান গ্রেফতারী ওয়ারেন্টের কাগজ আমার আজ পেয়েছি।আসামি আরিফুল ইসলাম বাবলু বাড়িতে থাকা ও বাড়ির আশেপাশে ঘুরাঘুরি বিষয়টি বললে- পুলিশ পরিদর্শক (তদন্ত) বললেন ওকে খুঁজে বের করে অবশ্যই আইনগত ব্যবস্থা নিবো।