সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজীব খান, সাতক্ষীরা সিভল সার্জন ডা. হুসাইন সাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্ড. আব্দুল লতিফ, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা’র উপপরিচালক ড. জামাল উদ্দিন, সডক ও জনপথ বিভাগ সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু প্রমুখ।
জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে বাস টার্মিনাল দ্রুত স্থানান্তর, প্রাণসায়ের খালে ময়লা বর্জ্য শ্যাওলা পরিষ্কার বিষয়ে, অবৈধ স্থাপনা উচ্ছেদ, শহরের যানযট, মাদক চোরাচালান, চলমান বিভিন্ন মামলা, এডিস মশার বংশ বিস্তার রোধে পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।