সাতক্ষীরা তালায় জেলা তথ্য অফিসের আয়োজনে ২৬শে মে বৃহস্পতিবার স্থান শহীদ আলি আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে – সম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও জেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ রমজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইসচেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ ইনামুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, শহীদ আলী আহম্মদ সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক তরফদার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টুপ্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদের ইমাম,পূরহিত,সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানের প্রধান সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।