তালায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৭ এপ্রিল (রবিবার) সকালে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেক্ষাপট বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান। বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাকশিসের সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, কামরুল ইসলাম লাল্টু, সাবেক ইউপি চেয়ারম্যান সুবাস চন্দ্র সেন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার অনুষ্ঠানিকভাবে ঘোষণা ও শপথ গ্রহণ করেন। পরে ঐ বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।