জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি সেলিম হোসেন সাধারণ সম্পাদক জি এম শফিউল রহমান ডানলাপ,সাংগঠনিক সম্পাদক পদে সৌমিত্র চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহিলা বিষয়ক সম্পাদক ফিরোজা খাতুন নির্বাচিত হন।
বুধবার রাতে জাতীয় শ্রমিক লীগের জেলার শাখার সভাপতি ছাইফুল করিম সাবু এ কমিটি ঘোষণা করেন। এর আগে বিকালে জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার আয়োজনে তালা শিল্পকলা একাডেমী মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্বোধন করেন তালা উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম। জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জি,এম শফিউর রহমান ডানলাপ এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাতক্ষীরা জেলার শাখার সভাপতি ছাইফুল করিম সাবু।
সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাতক্ষীরা জেলার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি ,জাতীয় শ্রমিক লীগের তালা উপজেলা সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুর রহমান খান।
রাতে নবগঠিত কমিটির আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতিকে ১০ ভোটের ব্যবধানে পরাজিত করে সেলিম হোসেন বিজয়ী হন।