ওয়াইল্ডলাইফ মিশন এর তথ্য-সহযোগীতা ও অংশগ্রহণে ঢাকা বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সদস্য শেখ জসিমরের দিকনির্দেশনায় খুলনা বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কর্তৃক অদ্য ২২ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ অনুমান বিকাল ৩ টায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রাম থেকে তক্ষক ব্যবসায়ী চোরাচালান ১/ ফারুক হোসেন(৩৭) পিতা : নুরুল ইসলাম গাজী ২/ হযরত আলী শেখ (৩১) পিতাঃ ইনসার আলী শেখ গ্রাম : প্রসাদপুর,খলিলনগর , তালা , সাতক্ষীরার এই চক্রের ২ সদস্যকে চোরাচালানকালে একটি তক্ষক সহ হাতেনাতে আটক করেছে।
আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা পূর্বক দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উদ্ধার করা তক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনে পাশে গাছে ছেড়ে অবমুক্ত করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক মানবাধিকার সংবাদের প্রকাশক/সম্পাদক শামিম খান, তক্ষক উদ্ধার অভিযান মিশনের পক্ষে অংশ গ্রহন করেন সেলিম শেখ , শেখ রেদওয়ান উল ইসলাম , ইউনুস আলী , সাইফুল ইসলাম প্রমুখ।