বলিউডের আলোচিত আইটেম গার্ল সানি লিওনি ঢাকায় এসেছেন।
শনিবার (১২ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।
জানা গেছে, বাংলাদেশের গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে যোগ দিতেই স্বামীসহ এসেছেন সানি লিওনি। তবে শুধু তিনি নন, বিয়ের এই আয়োজনে বলিউড-টালিউডের একাধিক জনপ্রিয় তারকা এসেছেন। এ ছাড়াও আরও অনেকেই অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশি তারকারা।
সেই অতিথিদের মধ্যে ছিলেন এই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তিনি সেই অনুষ্ঠানে সানি লিওনির সঙ্গে কথা বলেন, ছবি তুলেন এবং নাচেন। সানি লিওনির সঙ্গে কথা বলে গণমাধ্যমে জানিয়েছেন তার মন্তব্য।
তিনি বলেন ‘সানি লিওনি তো খুবই ভালো মনের মানুষ। আমি তার সঙ্গে কথা বলেছি। এমনকি সানির স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। আমি যখন সানির পেছনে ছিলাম তখন তিনি আমাকে তার পাশে এনে দাঁড় করান। তখন তার স্বামী ড্যানিয়েল আমাকে বলেন, তুমি আমার পাশে এসে দাঁড়াও, কোনো সমস্যা নেই। নিশ্চিত হওয়ার জন্য আমি বললাম, সিউর? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই। পরে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি।’
দীঘি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমি সানি লিওনির সঙ্গে ছিলাম। একটা বিষয় আমাকে খুব অবাক করেছে, তা হচ্ছে আমি একবারও দেখিনি তার মুখে হাসি নেই। তার মুখে হাসি লেগেই ছিল। আমি ছোট মানুষ আবদার করলাম তার সঙ্গে ছবি তুলব। তিনি সাদরে হেসেই আমার কাছে এসে ছবি তুললেন। আমার মতে যতটুকু দেখলাম তিনি খুবই ভালো মনের একজন মানুষ এবং লক্ষ্মী মেয়ে। এরপর গানের সঙ্গে যখন সবাই নাচে, আমি তাদের সঙ্গে নেচেছি।’
প্রসঙ্গত, বাংলাদেশে প্রায় ১৯ ঘণ্টা অবস্থান শেষে রোববার (১৩ মার্চ) সকাল ৯টা ২০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।