মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুই বাংলার গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সার্ক কালচারাল ফোরাম বাংলাদেশ।
২৮ মার্চ (সোমবার) বিকেলে ঢাকা পল্টন টাউয়ার ইকোনমিক রিপোটার্স ফোরাম’এ আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সার্ক কালচারাল ফোরাম বাংলাদেশ এর সভাপতি এ. টি. এম মমতাজুল করিম এর সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ।এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ চারুকলা অনুষদ সভাপতি প্রফেসর ড. হীরা সোবাহান, কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশন’র পশ্চিমবঙ্গ সরকার, শুনানি বিচার, আধিকারিক যুগ্ম সচিব ড. অমল কান্তি রায়, শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদের উপদেষ্টা ও পাবনা সরকারি কলেজেরে অধ্যক্ষ আব্দুল মান্নান খান, কোলকাতা টিভি ও মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট নাট্যকার অজয় দেবনাথ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি- মো. মঞ্জুর ঈসা প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদের মহাসচিব মো. আর কে রিপন।আলোচনা সভা শেষে সাংবাদিক, শিক্ষক, আইনজীবিসহ দুই বাংলার মধ্য ২৭ জনকে মুজিব বর্ষ স্বাধিনতা সম্মাননা প্রদান করা হয়। খুলনার পাইকগাছা প্রেস ক্লাবের সভাপতি এ্যাড, এফ, এম এ রাজ্জাক, সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ মহান স্বাধিনতা দিবস উপলক্ষে মুজিব বর্ষ সম্মাননা পদকে ভূষিত হয়েছেন এ সময় বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী, কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশন’র পশ্চিমবঙ্গ সরকার, শুনানি বিচার, আধিকারিক যুগ্ম সচিব ড. অমল কান্তি রায় ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদের হাত থেকে এফ এম এ রাজ্জাকের পক্ষ থেকে তার ছোট ভাই পাক্ষিক গণমিছিল পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক এফ এম এ বদিউজ্জামান সম্মাননা পদক গ্রহণ করেন।