সিলেট বিভাগের মান্যবর বিভাগীয়
কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন আজ বাহুবল উপজেলা সফর করেন।এসময় তিনি মিরপুর ইউনিয়নের অন্তর্গত ফদ্রখলা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এবং অনাবাদি জমি ব্যবহারে উদ্বুদ্ধকরণের মাধ্যমে তেল জাতীয় ফসল (সরিষা) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমাবেশ,সরিষা ও পারিবারিক পুষ্টি বাগান এর বীজ বিতরণ, হাঁসের খামার উদ্বোধন করেন।
পরবর্তীতে তিনি উপজেলা পরিষদ হলরুমে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। এসময় তিনি ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ০৭জন উপকারভোগীর মাঝে ভ্যানগাড়ি, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আগাম শীতকালীন সবজির বীজ এবং যুব ক্লাবের সদস্যদের রেজিস্ট্রেশন সনদ বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান, স্বাগত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ,বীর মুক্তিযোদ্ধাগণ,জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও প্রেস মিডিয়ার সদস্যবৃন্দ, উপকারভোগী ও সুধীজন।