চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। এ পর্যন্ত দগ্ধ হয়ে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই শতাধিক দগ্ধ ছাড়াও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
১ টা ২৩ মিনিট, ৫ জুন, ২০২২
সীতাকুণ্ডের আগুনে ৩ জনের মৃত্যু, দগ্ধ দুই শতাধিক
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। এ পর্যন্ত দগ্ধ হয়ে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই শতাধিক দগ্ধ ছাড়াও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন
সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন
মহানগর ডেস্ক
এ পরিস্থিতিতে চট্টগ্রামে অবস্থানরত সব চিকিৎসকদের মেডিকেল কলেজ হাসপাতালে আসার জন্য আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন।
স্বেচ্ছাসেবীদের এ মুহূর্তে এগিয়ে আসার অনুরোধও জানিয়েছেন তিনি। আহত রোগীদের জন্য রক্তের প্রয়োজন বলেও জানান সিভিল সার্জন
শনিবার (০৪ জুন) রাত ১০টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সব ইউনিটে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম থেকেও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আনা হয়েছে।
তবে কতজন হতাহত হয়েছেন সঠিকভাবে বলা যাচ্ছে না বলেও জানান তিনি। আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।
ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী কন্টেইনার ছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপোর কন্টেইনারে রাসায়নিক ছিল, বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে। দ্রুত চারিদিকে আগুন ছড়িয়ে যায়। অনেক আহত হয়েছেন।