আজ (০৩/০৮/২০২২ খ্রি.) ২.৩০ টায় স্নানঘাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল ব্যবসা করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন এবং বাংলাদেশ হোটেল ও রেষ্টুরেন্ট অধ্যাদেশ আইনে ২,৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের মেয়াদ আছে কিনা পর্যবেক্ষণ করা হয়।
অভিযান পরিচালনা করেন জনাব মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল, হবিগঞ্জ। সহযোগিতায় ছিলেন বাহুবল মডেল থানার একটি টীম।