হবিগঞ্জের বাহুবলে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে স্থানীয় ইলেক্টেনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে প্রেস ব্রিফিং করা হয়েছে।
২৪ এপ্রিল,বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ আয়োজনটি করা হয়। এতে উপস্থিকার্যক্রমেরত ছিলেন, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, সহকারী কমিশনার ভূমি,উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।