হবিগঞ্জের বাহুবলে চা শ্রমিকদেরকে চুক্তি বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। আজ শনিবার ১৩ আগষ্ট বেলা ১টার দিকে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অতিবিলম্বে চা শ্রমিকদের দ্বি-পাক্ষিক ২০২১-২০২২ চুক্তি বাস্তবায়ন করতে হবে। ১৯ মাস যাবত এরিয়া বোনাস বন্ধ রয়েছে। মজুরি ও হাজিরা বাড়ানো হয়নি। বক্তারা আরও বলেন, বাড়ি-গাড়ী চাই না-চাই পেঠভরে ৩ বেলা ভাত খেয়ে বাঁচতে চাই। তাই চা শ্রমিকদেরকে ভূমি অধিকারও দিতে হবে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় নেতৃত্বে দেন মহুয়া শারমিন ফাতেমা বাহুবল উপজেলার সাবেক। চেয়ারম্যান আওয়ামী লীগের সেক্রেটারি মো:আব্দুল হাই । মো:বাহুবল প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহেল আহমেদ, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর , বাহুবল উপজেলা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কাদির মিয়া চৌধুরী, মো:মজিদ তালুকদার, তক্তভ কালে বলেন , শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে , তাদের যোগ্য দিগার দিতে হবে। মধুপুর চা বাগানের পক্ষে সুবাদ দাস, বৃন্দাবন চা বাগানের পক্ষে অধির সাওতাল, রামপুর চা বাগানের সুমন সিংহ, দক্ষিন রামপুর চা বাগানের চম্পা লাল রবিদাস, রশিদপুর চা বাগানের নিপেন চাষা প্রমুখ।