হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে হাইওয়ে থানা পুলিশ। আজ দিনব্যাপী থানা এলাকায় রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্ন কাজের মধ্যদিয়ে এ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। জানা যায়,মহাসড়কের পাশে রাস্তায় দীর্ঘদিন যাবত ময়লা-আবর্জনার স্তুপ হিসেবে উঠতেছিল। এতে অপরাধীদের নিরাপদস্থল এবং দুর্ঘটনার কারন হয়ে দাঁড়িয়েছে বলে অনেকেই ধারণ সৃষ্টি হয়। তাতে প্রতিরোধমুলক ব্যবস্থার জরুরি প্রদক্ষেপ গ্রহণ করে পুলিশ। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহম্মদ জানান,
সিলেট রিজিয়ন এর হাইওয়ে পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ’র দিকনির্দেশনা অনুযায়ী সকল অফিসার ও ফোর্সদের নিয়ে এসব কাজ করা হয়। তিনি বলেন, ঈদমূখী মানুষ যাহাতে নির্বিঘ্নে তাদের পরিবারের নিকট পৌঁছাতে পারেন তাহার জন্যই মুলত হাইওয়ে পুলিশের উদ্যোগে দুর্ঘটনা প্রতিরোধে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় রাস্তার পাশের ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়।