হবিগজ্ঞে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক কর্তৃক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান সাংবাদিকদের প্রেস ব্রিফিং এর মাধ্যমে তথ্য উপস্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, আরডিসি মো: কামরুজ্জামান, জেলা তথ্য অফিসার জেলা পবন চৌধুরী,এবং প্রিন্ট ও প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।