হবিগঞ্জের বাহুবলে জনগণের দুর্ভোগ লাঘবে ব্রীজ নির্মাণ করা হলেও কাজেকর্মে আসছে না। ফলে দুর্ভোগ আরও দ্বিগুণ বেড়েছে এবং সরকারের লাখ লাখ টাকা হয়েছে তছরুপ।
জানা যায়, বাহুবলে অমৃতা-খাগাউড়া ও রইছগঞ্জ সড়কে একটি ব্রীজ নির্মান করা হয়েছে বছর পূর্বে। দীর্ঘদিন যাবত ব্রীজটি অকেজো অবস্থায় পড়ে আছে। ব্রীজের পাশে নেই মাটি কিংবা উঠার মত কোন সুবিধা। জনসাধারণ ও যানবাহনের ব্যবহারে কাজেকর্মে আসছে না। সুবিধা বঞ্চিত হয়ে পড়েন ওই এলাকার ৩টি গ্রামের লোকজন। এপারওপার হতে পারছেন না। নামেমাত্র আছে রাস্তা ও ব্রীজ থাকলেও জনগণের দুর্ভোগ লাঘবের বদলে বেড়েছে দ্বিগুণ। জন সাধারণের চলাচলে অনুপযোগী হওয়ায় তীব্র ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। তবে সংযোগ করা হলে এসব এলাকার মানুষের ভোগান্তি কমে যাবে। চলাচলের জন্য সুবিধা হবে যাতায়াতরত যাবাহন ও মানুষের বলে স্থানীয়রা মনে করছেন।
এছাড়া, অপ্রয়োজনীয় ব্রীজ নির্মাণের নামে তছরুপ করা হয়েছে সরকারের লাখ লাখ টাকা বলেও দাবী করা হয়। শুধু তাই উপজেলার সাত ইউনিয়নের ব্রীজগুলোর অধিকাংশই এমনি রয়েছে। অধিকাংশ ব্রীজের পাশে নেই মাটি। এলাকায় ভাঙ্গাচোরা গ্রামীন সড়কের মাঝে কোটি কোটি টাকা ব্যয় করে ব্রীজ নির্মান করা হলেও জনগণের ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত।