হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি ও হবিগঞ্জ সদর সার্কেল, মাহফুজা আক্তার শিমুল স্যারের দিকনির্দেশনায়,হবিগঞ্জ সদর মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার স্যারের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ বদিউজ্জামান স্যারের নেতৃত্বে এস আই/মোঃ মজিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনাকালে অদ্য ০৭/১১/২০২২খ্রি. তারিখ রাত ১২.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর থানাধীন হবিগঞ্জ পৌরসভার অর্ন্তগত ০৭ নং ওয়ার্ডের অন্তর্গত রাজনগর বাইপাস এলাকার রাজনগর পৌর কবরস্থান মসজিদের সামনের রাস্তার উপর হতে আসামী ১) মোঃ জাহাঙ্গীর মিয়া (৩৫), পিতা-মৃত জিল্লু মিয়া , সাং-কাশিপুর, ০১ নং লোকড়া ইউ/পি,থানা ও জেলা হবিগঞ্জ বর্তমানে- মাহমুদাবাদ,হবিগঞ্জ পৌরসভা, থানা ও জেলা হবিগঞ্জকে ১০৭ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনে ব্যবহৃত ৩২ পিছ ফোয়েল পেপার সহ গ্রপ্তার করেন।ঘটনাস্থল হইতে মাদকদ্রব্য ক্রয়- বিক্রয়ের সময় দুজন ব্যক্তি উপস্থিত ছিল।পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন ঘটনাস্থল হইতে পালিয়ে যায়।ধৃত আসামি ও এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামির নাম ঠিকানা মনোয়ার হোসেন মুন্না মিয়া, পিতা- মৃত কুবাদ আলী সাং- রাজনগর (পৌর কবরস্থানের পিছনে) থানা ও জেলা হবিগঞ্জ বলিয়া জানা যায়। স্থানীয় ভাবে জানা যায়, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ শহর সহ আশপাশ এলাকায় অবৈধ মাদক ক্রয়-বিক্রয় করে আসছে।আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক,চুরি সহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।
# পুলিশকে তথ্য দিন,