শুক্রবার (০৫ আগস্ট) বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, বহুমাত্রিক ও অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা, যুব ঋনের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র জেলার সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার এস এম মুরাদ আলি ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ, এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ ও জেলার সরকারি/বেসরকারি কর্মকর্তা/কর্মচারীগণ।