হবিগঞ্জের বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান হবিগঞ্জ জেলা আইনশৃংখলা কমিটির সভায় বক্তব্য প্রদান কালে তাঁর অধীনস্হ উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর বিরুদ্ধে পাহাড়কাটা,অবৈধ বালু উত্তোলন, ফসলী জমি থেকে মাটি কাটা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
তিনি বলেন বাহুবলের আইনশৃংখলা পরিস্থতি আংশিক ভালো তবে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার যোগদান করেছেন ৬/৭ মাস হয়েছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন সাবেক ইউএনও মোঃ জসিম উদ্দিন, আয়েশা হক, স্নিগ্ধা তালুকদার এর সময়ে ওই অবৈধ মাটি কাটা বন্ধ ছিল। বর্তমানে সারা উপজেলায় অবাধে চলছে অবৈধভাবে মাটি কাটা।অবৈধ মাটি উত্তোলনকারী বলছে এ মাটি উত্তোলনে ইউএনওর অনুমতি রয়েছে। এ সব বিষয়ে কমিটির উপস্থিত সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। ১০ এপ্রিল সকাল ১১ টায় জেলা প্রশাসন সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে এ সভায় হবিগঞ্জ – ৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব আবু জাহির সহ জেলার সকল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ জেলার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় একই বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।