অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ১৪/০৬/২০২২খ্রি. তারিখ রাত্র ২২:২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন মাধবপুর পৌরসভার অর্ন্তগত ফায়ার সার্ভিস রোড সাকিনস্থ মাহিন এন্টারপ্রাইজ টাইলস এন্ড স্যানিটারী মার্ট দোকানের সামনে হতে আসামী ১) মোঃ আল আমিন (২৬), পিতা-মৃত সমুজ আলী, সাং-রাজেন্দ্রপুর, ০৩ নং বহরা ইউপি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ-কে ২৪ (চব্বিশ) কেজি গাঁজাসহ ( যার মূল্য অনুমান-৩,৬০,০০০/- টাকা) আটক করা হয়।
# পুলিশকে তথ্য দিন, হবিগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে সহায়তা করুন।