শায়েস্তাগঞ্জ উপজেলায় ০৭নং নুরপুর ও ১১নং ব্রাহ্মণডোরা ইউপি সাধারণ নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার, হবিগঞ্জ” ২৯-১২-২০২২ বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ উপজেলার ০৭নং নুরপুর ও ১১নং ব্রাহ্মণডোরা ইউনিয়ের মোট ১৮টি ভোট কেন্দ্রে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আনন্দমূখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ উপজেলার ০২টি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জ।