খাগড়াছড়ির জেলার রামগড় সীমান্তে ভারতীয় শাড়ী আটক করেছে রামগড় ৪৩ বিজিবির জোয়ানরা।
বৃহস্প্রতিবার রাতে দিকে রামগড় ৪৩ বিজিবি’র অধীনস্থ কাশিবাড়ী বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমানের নির্দেশে হাবিলদার মো: লুৎফর রহমান এর নেতৃত্বে সীমান্তবর্তী বড়খেদা নামক স্থানে অভিযান চালায় টহলরত একদল বিজিবি।
বিজিবি জানিয়েছে,জব্দকৃত ভারতীয় শাড়ীর আনুমানিক বাজার মূল্য ৩৯ লক্ষ ২০ হাজার টাকা, প্রয়োজনীয় কাজ শেষে ভারতীয় শাড়ী গুলো সীতাকুণ্ড কাস্টমস্ অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধীনস্ত এলাকায় নানা ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র এমন অভিযান অব্যাহত রয়েছে।