খাগড়াছড়ি জেলার রামগড়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে রামগড় হানাদার মুক্ত দিবস ২০২২ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ই ডিসেম্বর সকাল ১১টার সময় রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালী বের করা হয়,
র্যালী শেষে উপজেলা সম্মেলনে কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্ব ও তথ্য অফিসার বেলায়েত হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র মোঃরফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ মফিজুর রহমান, প্রমুখ।
সভায় বক্তারা ১৯৭১ সালের ৮ই ডিসেম্বর রামগড় হানাদার মুক্ত হয় তাই ৮ ডিসেম্বর রামগড়বাসীর জীবনে এক গৌরবোজ্জল ঐতিহাসিক দিন,হানাদার মুক্ত দিবসের আনন্দক্ষণে রামগড়ের যে সকল অকুতোভয় বীরমুক্তি সেনার মহান আত্মত্যাগের বিনিময়ে রামগড় হানাদার মুক্ত হয় তাদের সশ্রদ্ধচিত্তে স্মরণে আজকের আয়োজন, বক্তারা তৎকালীন হানাদার মুক্তের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি দপ্তরে পদস্থ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী এবং পেশাজীবী নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।