সাতক্ষীরার তালায় উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। কল্যাণ বসু বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে কাজী মমিনুল বারী চান্টু প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
আজ শনিবার খেলা জানালা ইকো পার্ক (গোপালপুর) এ উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়। তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি কল্যাণ বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মোমিনুল বারী চান্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আজাহার হোসেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোঃ শওকত হোসেন, সাধারণ সম্পাদক এ এম খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এহসান বাহার বুলবুল, কোষাধ্যক্ষ সেলিম হোসেন প্রমুখ।
সভাপতি কল্যাণ বসু ও সাধারণ সম্পাদক কাজী চান্টু
এসময় আরো উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবল হোসেন, মিজানুর রহমান খান, এস এম জাহাঙ্গীর হোসেন, গাজী সুলতান আহমেদ, তপন চক্রবর্তী, আব্দুল জব্বার প্রমুখ,
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দি না থাকায় কল্যাণ বসুকে সভাপতি নির্বাচিত ঘোষনা করা হয়। সাধারণ সম্পাদক পদে কাজী মোমিনুল বারী চান্টু চশমা প্রতিক ও এস এম জাহাঙ্গীর হোসেন আম প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করেন। গণনা শেষে কাজী মোমিনুল বারী চান্টু চশমা প্রতিকে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং এস এম জাহাঙ্গীর হোসেন আম প্রতিকে পান ১৬ ভোট।
উল্লেখ্য, ঠিকাদার কল্যাণ সমিতির ১১৩ ভোটের মধ্যে ৭১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।